শুধু লাশ আর লাশ : নিক্সন চৌধুরী
১ min read
শুধু লাশ আর লাশ
নিক্সন চৌধুরী
চারিদিকে শুধু লাশ আর লাশ
আমি বাংলাদেশের লাশের মিছিলের কথা বলছি
আমি আদর্শহীন এক বীভৎস স্বাধীন বংলাদেশের কথা বলছি।
১৯৭১ থেকে ২০১৭ পর্যন্ত যারা কথা দিয়ে কথা রাখেনি আমি তাদের কথা বলছি।
তাদের ক্ষমতার বীভৎস উল্লাসে
বছরের পর বছর আহত হচ্ছে আমার প্রিয় জন্মভুমি বংলাদেশ।
তবুও তারা গণতন্ত্রের কথা বলে
একনায়কতন্ত্রে চালিয়ে যাচ্ছে দেশ।
তবুও করছে শাসন-শোষণ আর জুলুমরে ভাই,
গণতান্ত্রিক দেশে জনগণ নাকি সকল ক্ষমতার উৎস!!
তাহলে আমাদের কি কিছুই বলার নাই?
তাহলে তো এই সত্য, আমরা হলাম হুজুগে বাঙাল রে ভাই!!
হায়রে অভাগা বংলাদেশ!
তোর কোলেতে জন্মেছিল আমাদের হারিয়ে যাওয়া ঐ সন্তানেরা
যারা স্বপ্ন দেখেছিলো হাজার বছরের
শাসন, শোষন ও অত্যাচার থেকে
মা মাটি ও মানুষের মুক্তির এক বাংলাদেশ ।
যারা রচনা করেছিল স্বাধীনতা নামের এক মহাকাব্য;
যারা ভাষা ছিল গণতন্ত্র আর বর্ণমালা ছিল বংলায়।
হায়রে অভাগা জাতি?
তোর স্বপ্ন তোর কান্না পুঁজি করে
ওরা করে ব্যবসা-বাণিজ্য!!
ধর্ম, স্বাধীনতা ,গণতন্ত্র, মানবতা ,মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ
কত রকম ব্যবসারে ভাই!!
তাই আজ আমরা এই সকল ডিজিটাল জোচ্চোর
আর পিচাশদের হাতে বন্দীরে ভাই ?
এই বন্দী দশা থেকে মুক্তি পেতে আরেকটি বার গর্জে ওঠার বিকল্প নাই রে ভাই ।
তুমি কি চোখ মেলে দেখতে পাওনা প্রতিদিন টিভিতে লাশ রেডিওতে লাশ খবরে লাশ
পত্রিকায় লাশ কম্পিউটারে লাশ!!
ইন্টারনেটে লাশ ঘরের বাইরে পা বাড়ালেই লাশ
নদীতে লাশ খালে লাশ বিলে লাশ পুকুরে লাশ নর্দমায় লাশ!!
রাস্তায় লাশ পাশের বাসায় লাশ…
চারিদিকে শুধু লাশ আর আর লাশ….
—–নিক্সন চৌধুরী
১৪-০৩-২০১৭