জগন্নাথপুরে রাতের আধারে কেশবপুর জলমহালে বিষ ফেলে লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করেছে দুর্বৃত্তরা
১ min read
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আধারে কেশবপুর গ্রামবাসীর জলমহালে বিষ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে।
জানাগেছে, গত ১০ অক্টোবর বুধবার রাতে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজারের পাশে থাকা টেকির বাধ থেকে পিংলার হাওর পর্যন্ত প্রায় এক কিলোমিটার খাল রকম গ্রামবাসীর জলমহালে বিষ ফেলে দেয়। ১১ অক্টোবর বৃহস্পতিবার দীর্ঘ জলমহালে থাকা সকল প্রকার ছোট-বড় মাছ মরে ভেসে উঠেছে। তা দেখে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।তাহারা অবিলম্বে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন ।