কাপাসিয়ায় পেট্রল পাম্পে চাঁদা না পেয়ে হামলা ভাঙচুর
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক : গাজীপুর-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর এলাকায় মেসার্স দ্বীন ফিলিং স্টেশন নামক পেট্রল পাম্পে চাঁদা না পেয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা যায়। সরেজমিনে দেখা যায়, মেসার্স দ্বীন ফিলিং স্টেশন ক্যাশ কাউন্টারের পূর্ব দিকের থাই গ্লাসের ওয়াল ভেঙে মাটিতে পড়ে রয়েছে। কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পেট্রল পাম্প কর্মচারী রাজিব বলেন, মোটরসাইকেলে কয়েকজন এসেই লোহার রড দিয়ে ক্যাশ কাউন্টারের গ্লাস ভেঙে ফেলে। আমি চিৎকার দিলে আমাকে বেধড়ক পিটুনি দেয়। আমাকে মেরে ফেলার চেষ্টা করে। পেট্রল পাম্প মালিক মামুন সিরাজুল আলম জানান, হামলাকারীরা গত এক বছর ধরে আমার কাছে চাঁদা চেয়ে আসছে। আমি চাঁদা দিতে রাজি হইনি। চাঁদা না দেয়ার ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছে। আমি থানায় অভিযোগ করেছি।