নতুন আলো অনলাইন ডেস্ক:: রাজধানীর ইস্কাটন এলাকার দিলু রোডে বিয়ের আসরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কনের বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কনের মা। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘরোয়া পরিবেশে দিলু রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এতে অতিথি ছিলেন ১৫ থেকে ২০ জন। আচমকা বিয়ের আসরে এসে এক তরুণ হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে কনের বাবা তুলা মিয়াকে (৪৭) ছুরিকাঘাত করে বসেন ওই যুবক। এতে কনের মা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে।গুরুতর আহত অবস্থায় দু’জনকে ইনসাফ হাসপাতালে নেয়া হলে কনের বাবাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কনের মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক ওই তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ দাবি করেছেন, কনে তার সাবেক প্রেমিকা। ওই তরুণী অন্য একজনকে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে তিনি বিয়ের আসরে হাজির হয়ে তার বাবা-মা’কে আঘাত করেন।