আক্রান্ত
০
প্রেস বিজ্ঞপ্তি:: জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সানোয়ার হাসান সুনুর পিতা জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ছুরত মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নতুন আলো নিউজ ডট কম এর সম্পাদক আওলাদ হোসেন ।
তিনি বলেন সুনু মিয়ার পিতার মৃত্যেুতে আমি গভীর ভাবে শোকাহত । দোয়া করি মরহুম ছুরত মিয়া কে মহান আল্লাহতালা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারের সবাই কে সবর ও ধৈর্য ধারণ করার তওফিক দান করেন আমিন।
উল্লেখ্য মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ৭ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।