প্রসঙ্গ :- সুনামগন্জের অনুমোদিত বিজ্ঞান এণ্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হান নির্বাচন — মোহাম্মদ গুলজার হোসেন
দীর্ঘ দিনের দাবির ফসল বিজ্ঞান এন্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন না করলে নিশ্চয়ই কার্পণ্য করা হবে । তাই প্রাণঢালা অভিনন্দন আমাদের সাংসদ ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে যিনি আপ্রাণ চেষ্টা করে মাননীয় প্রধান মন্ত্রীর সমর্থন নিয়ে সুনামগন্জ বাসীর জন্য অনুমোদন করে নিয়ে এসেছেন বিজ্ঞান এন্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
বিশ্ববিদ্যালয়টির স্হান নির্বাচন নিয়ে জটিলতার প্রশ্নই উঠেনা । স্হানের অভাবে খোলা ময়দানে বিশ্ববিদ্যালয় স্হান করলে সেটি হবে একবিংশ শতাব্দীর চরমতম বোকামী । সুনামগন্জ থেকে উত্তরে যাওয়া সম্ভব নয় তাই দক্ষিনে বা পূর্বে যেতে হবে । দক্ষিনেও বিশ্ববিদ্যালয় করার উপযুক্ত জায়গা কোথায় ? কাজেই সিলেট বিভাগের মধ্যবর্তি স্হান সুনামগন্জের পূর্বাঞ্চল প্রাচিন কালের দেশীয় খণ্ড রাজ্য জগন্নাথপুরের পলিমাটির দ্বারা ভরাট মোহাই হাওরের রিজন্যাল হাইওয়ে রানীগঞ্জ-আউশকান্দি সড়কের পাশে বিশ্ববিদ্যালয়টি স্হাপন করলে সারা সুনামগন্জ বাসী সহ বিশ্বনাথ উপজেলা , ওসমানীনগর উপজেলা , নবীগঞ্জ উপজেলা , বানিয়চং উপজেলা , সাল্লা উপজেলা ও দিরাই উপজেলার শিক্ষার্থীদের উপকারে আসবে সন্দেহ নাই । আমার প্রস্তাবটি বিবেচনার জন্য ছেড়ে দিলাম । বর্তমানে যোগাযুগ ব্যবস্হায় জগন্নাথপুর , সুনামগন্জ জেলা সদর বাদে সারা সুনামগন্জ জেলার মধ্যে ভাল যোগাযুগের এলাকায় পরিণত হয়েছে । শুধু তাই নয় সিলেট , বিশ্বনাথ , ওসমানীনগর , নবীগন্জ, হবিগন্জ ও দিরাই থেকে ও অতি সহজে জগন্নাথপুরে যোগাযোগ করা সম্ভব ।