এম রেজা টুনু সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাল্যবিবাহ ও মাদক বিরোধী সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজন লক্ষীপুর ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চামলতা দাখিল মাদ্রাসার হল রুমে বিশ্বজন সংগঠনের লক্ষীপুর ইউপি শাখার সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,স্বাগত বক্তব্য রাখেন বিশ্বজন এর প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, বক্তব্য রাখেন চামতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হক, সহকারি শিক্ষক আল্লামা ইকবাল হোসেন, বিশ্বজন লক্ষীপুর ইউনিয়ন শাখার সদস্য শাহাদাত হোসেন ইমন, শহিদুল ইসলাম,তানিম, সুমন, রহিম প্রমুখ। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবকগন, লক্ষীপুর ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবর্গ ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২ শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্নয় করা হয়।