1. bnp786@gmail.com : editor :
  2. sylwebbd@gmail.com : mit :
  3. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  4. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  5. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  6. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৪৫ অপরাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুরে ফাগুনে আগুন লেগেছে শিমুল বনে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

এম রেজা টুনু সুনামগন্জ থেকে ::   সুনামগঞ্জের তাহিরপুরে ফাগুনে আগুন লেগেছে শিমুল বনে, পাহাড়-নদী বিধৌত প্রাকৃতিক সৌন্দর্যের এমন একটি স্থানে সারি সারি শিমুল গাছ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। সারি সারি গোলাকার গাছ, চিকন ডাল, ন্যাড়া মাথায় ঝুলে থাকা ফুলগুলো এক অন্যরকম আবহ তৈরি করে রেখেছে। মন কেমন করা আবেশে মাতিয়ে রেখেছে চারপাশ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে ১শ বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে উঠেছে এই শিমুল বাগানটি। নদীর অপারে মেঘালয়ের পাহাড়, এপাড়ে মাহরাম নদী ওপারে যাদুকাটা নদী মাঝে রক্তিম শিমুল ফুলের সমারোহ, অগনিত পাখির কলকাকলি। এই মোহনীয় সৌন্দর্য দেখে মনে হবে পৃথিবীর বুকে নেমে এসেছে এক টুকরো স্বর্গ। গাছের নীচে ছেঁয়ে থাকা ঝরা ফুলের ওপর হাঁটতে হাঁটতে মনে হবে স্বর্গীয় লাল গালিচায় বুঝি আপনি হেঁটে যাচ্ছেন। এতো লাল ফুল হয়তো একসাথে কখনোই দেখেননি। জনমানবহীন চারদিকে শুধু পাখির কলকাকলি। বাসন্তী হাওয়ায় জুড়িয়ে যাবে প্রাণ। প্রতিটা গাছেই ফুলে ফুলে ভরা। টকটকে লাল শিমুল ফুল যেমন আছে, তেমনি হালকা কমলা রঙের ফুলও দেখতে পাবেন এখানে। বিশাল এই শিমুলবাগানের এক প্রান্তে দাঁড়ালে অন্যপ্রান্তে দেখা যায় না। এখানে ডালে ডালে মধু খেতে আসে বুলবুলি, কাঠশালিক, হলদে পাখিরা। পাখির কিচিরমিচির ডাকে মুখর থাকে গোটা বাগান। থেকে থেকে ফোটা ফুল মাটিতে পড়ে আর থপ করে শব্দ হয়। এ যেন সত্যিই রূপকথার এক রাজ্য। শিমুলবনের ভেতরেই লেবুর বাগান। লাল বনে এক টুকরো সবুজ পরিবেশটাকে আরও মোহনীয় করে তুলেছে। গড়িয়ে পড়া বিকেলে এই শিমুলবন তার সৌন্দর্যের ডালি মেলে ধরে দ্বিগুণ রূপে। সোনালি আলোতে লাল টকটকে ফুল এক মোহনীয় আবেশ তৈরি করে এখানে। দোয়েল, বুলবুলি, ফিঙে পাখিরা যেন নেচে ওঠে। এ ডাল থেকে ও ডাল মধু খুঁজে বেড়ায় ভ্রমরের দল। স্বচ্ছ জলে রূপের যাদুকাটা নদীর একদিকে টলটলে পানি আর গভীর অংশে সবুজ পানি। এক নদীতে যেন দুই রঙের পানি। এই দুয়ের ঠিক মধ্যখানে এই শিমুল বাগান। ঠিক তার কাছেই আছে সবুজ বনায়ন সুদৃশ্য বারেক টিলা। এই টিলায় বসেও এই ফাল্গুনে শিমুল বনের রক্তরাঙ্গা সৌন্দর্য ও যাদুকাটা নদীর রূপ উপভোগ করতে পারবেন। উঁচু এই টিলার ওপর থেকে দেখতে পাবেন ভারতের মেঘালয়ের বড় বড় পাথুরে পাহাড়। আবার টিলার ওপর আছে কুরচি ফুলের বন। একসঙ্গে এতো কুরচি গাছ খুব একটা চোখে পড়ে না। দল। বসন্তের যেকোনো সময় চলে যান এই অপরূপ শিমুল বাগানটিতে। আগুন রঙা এই শিমুলের রূপ রাঙিয়ে দেবে আপনার মনের প্রতিটি কোণ।

Comments are closed.

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD