এম রেজা টুনু সুনামগঞ্জ প্রতিনিধি ::জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহ সংগঠনিক সম্পাদক, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেছেন।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপি সহসভাপতি সাবেক চেয়ারম্যান আছকির আলী, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, রফিকুল ইসলাম খছরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম। এসময় নির্বাচন অফিস প্রাঙ্গণে বিএনপির বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ সাংবাদিকদের জানান, গত নির্বাচনে জনগণ স্বতস্ফূর্তভাবে আমাকে ধানের শীষে ভোট দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় এনে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। এবার আমি আবারো বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশে গনতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে কাজ করবেন এবং বিগত দিনের ন্যায় জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ও তাদের খেদমত করার সুযোগ দেবেন।