1. admingusar@gmail.com : admingusar :
  2. crander@stand.com : :
  3. bnp786@gmail.com : editor :
  4. sylwebbd@gmail.com : mit :
  5. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  6. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  7. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  8. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  9. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টিসিবির জন্য কেনা হবে সাড়ে ৬১ কোটি টাকার মসুর ডাল সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন, যুদ্ধকে ‘না’ বলুন: প্রধানমন্ত্রী কমছেই না গরমের তীব্রতা, ফের বাড়ল ‘হিট অ্যালার্ট’–এর মেয়াদ রবিবার খুলছে মাধ্যমিক স্কুল-কলেজ, মাউশির প্রজ্ঞাপন জারি জিম্মি মুক্তি দিতে আহ্বান ১৮টি দেশের, যা বলল হামাস বাংলাদেশের উন্নতি দেখে লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে অন্য দেশের চোখে দেখে না যুক্তরাষ্ট্র : ম্যাক্সওয়েল খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার অনাহারে’ দিন কাটছে গাজার অর্ধেক জনসংখ্যার: জাতিসংঘ

যুক্তরাজ্যে অবরুদ্ধ থেকেও অসহায় মানুষের পাশে বড়লেখা ফাউন্ডেশন।

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যুক্তরাজ্যে অবরুদ্ধ অবস্থায় থেকেও দেশে থাকা কর্মহীন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছে লন্ডস্থ বড়লেখা ফাউন্ডেশন। ফউন্ডেশনের সদস্যরা এমন সব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যাদের অনেকই মধ্যবিত্ত শ্রেণীর, যারা চরম এ দুর্দিনে না পারছেন কারো কাছে হাত পাততে, না পারছেন ত্রাণের লাইনে দাঁড়াতে। রোববার সংগঠনের দেশে থাকা প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উপজেলার ৬৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লন্ডস্থ বড়লেখা ফাউন্ডেশন।

জানা গেছে, বড়লেখা স্টুডেন্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্কাউটস বয়েস এবং গার্লস সদস্যদের সহযোগিতায় প্যাকেট করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, মশুর ডাল, পেঁয়াজ, তেল, সাবান ও আলু। রোববার সকাল ১১টায় বারইগ্রামে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার জনপ্রতিনিধিদের কাছে খাদ্যসামগ্রীর প্যাকেটগুলো বুঝিয়ে দেয়া হয়।

এর আগে জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার ওসি মো. ইয়াছিনুল হক, জেলা পরিষদ সদস্য জোবায়েদা ইকবাল, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, পৌরসভার কাউন্সিলার কবির আহমদ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, লিটন শরীফ, বড়লেখা স্টুডেন্ট এসোসিয়েশনের বাকের আহমেদ, মাহবুবুর রহমান, হুমায়ুন রশিদ, শরীফ উজ্জামান, তাহের আহমেদ, বিপ্লব দাস প্রমুখ।

ফাউন্ডেশনের সভাপতি সুহেল রহমান, সেক্রেটারি আবু রহমান এবং সহ সভাপতি অধ্যাপক সফিকুল হক স্বপন মুঠোফোনে বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাজ্যেও আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি। দেশে আমাদের এলাকার অনেক মানুষ করোনা সংকটে কর্মহীন হয়ে পড়েছেন। তাদের সহায়তার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যুক্তরাজ্যে বসবাসরত সংগঠনের সদস্যদের আহ্বান করেছিলাম; কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কম সময়ের মধ্যেই ফাউন্ডেশনের সকল সদস্যসহ যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখার মানুষ এ আহ্বানে আন্তরিকভাবে সাড়া দেন। আমরা প্রথম দফায় ৬৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি।’

Comments are closed.

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD