মুহিবুর রহমান মিছলু সিলেট থেকে:করোনা ভাইরাস সংক্রমণে কারণে অসহায় হতদরিদ্রদের জন্য সাহায্য তহবিল গঠন করেছে সিলেটের একঝাঁক উদ্যোমী তরুণ ও সমাজকর্মীরা অসহায় মানুষের কাছে পৌছে দেবে ত্রাণ সমাগ্রী। সমাজের হৃদয়বান ও বিত্তবানদের ‘তরুণদের সাহায্য ফান্ড’ এ সাহায্য করার অনুরোধ করা হয়েছে।
ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে অনেকে ফান্ডে টাকা জমা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৯ মে) রাত ১১টায় ২য় ধাপে রিক্সাচালক, পথচারী, ভাসমান ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, এপেক্স জেলা-৪ এর গভর্নর এপে. শাহেদুর রহমান, ‘তরুণদের সাহায্য ফান্ড’ এর উদ্যোক্তা রোটারিয়ান শাহ মোঃ লোকমান আলী ও এম. শামীম আহমদ।
এর আগে গত ১৫ মে শুক্রবার ১ম ধাপে সিলেট সদর উপজেলার আউশা গ্রামে অর্ধশতাধিক মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়।