প্রেস বিজ্ঞপ্তি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
শুক্রবার ৩ জুলাই এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন সিলেট বিভাগের রাজনৈতিক সামাজিক অঙ্গনে এম এ হক ছিলেন সকলের প্রিয় ভালবাসার মানুষ। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর, ছিলেন নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী সমাজ সেবক।
সিলেটের যে কোন ঘটনা দূর্ঘটনা দূর্যোগে তিনি ছুটে এসেছেন পরম মমতায় সিলেটবাসীর অভিভাবকের মতো, তিনি ছিলেন সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক মানুষ। সিলেটে বিএনপিকে শক্তিশালী করেতে তাঁর অবদান অপরিসীম।
তিনি ছিলেন বিএনপি পরিবারের ভরসার স্থল, তাঁর মৃত্যুতে সিলেট জাতীয়তাবাদী পরিবার এবং সর্বস্থরের সিলেটবাসীর অপুরণীয় ক্ষতি হয়েছে,এ ক্ষতি শত বছরেও পূরণ হবার নয়।
উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তাহারা আরো আশা করেন মহান আল্লাহ যেন তিনিকে জান্নাতবাসী করেন আমীন।