শরৎ রানী এসেই উঁকি দিয়ে যেন
মাতোয়ারা ঐ নীল আকাশে।
মেঘের সাথে লুকোচুরি খেলে
বাতাসের গা জুড়িয়ে !!
আকাশের সাথে যেন তার প্রথম প্রেম!
পুলকিত মনে মেঘের দেশে উড়ে বেড়ায়
মনের আবেগে তন্দ্রা হারা যেন দুই নয়ন!!
কল্পপুরীর স্বপ্নের কাঠি যেন
বুলাইতে চায় আকাশে !
সাদা কাশ ফুলে হেসে হেসে
দোল খায় মনের আনন্দে।
শিউলি তলায় ঝরায় যত
অভিমান শারদ প্রভাতে!!
দিনের শেষে সন্ধ্যা নামলে
প্রেম যেন হয় তার বৈরাগী!
আকুল প্রাণে আত্মহারা হয়ে
হতে চায় চাঁদের অতিথি !!
ভরা পুর্নিমার কিরণকে ভালোবেসে,
লুটোপুটি খায় শেষে
পৃথিবীর পরে জোৎন্সা মেখে!
শান বাধাঁনো ঘাটে পুকুরের জলে
চাঁদের ঝিকমিকি ছায়ায়,
শরৎ রানী যেন তার রাতের বাসর রচিতে চায়!!
কি অদ্ভুতদর্শনে মাতোয়ারা হয় কবি মন!
কবিত্বের মালা গেঁথে পড়াতে চায় শরৎ রানী কে!
উদাসী হয়ে ভালোবেসে ব্যাকুল হয় তখন!!
সমাপ্ত।
রচনাকাল ঃ
চট্রগ্রাম নাসিরাবাদ
১৯/৮/২০২০ইং।
কবি পরিচিতিঃ– -কবি কল্পনা আলম চকরিয়া উপজেলার সুরাজপুর গ্রামে এক সভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১সালে স্নাতক ডিগ্রী শেষে শিক্ষকতা পেশায় নিয়োগ দান করলে ও বর্তমানে তিনি পুরো দস্তুর গৃহিনী।
তাহার প্রকাশিত গ্রন্থের নাম ——
১।”নিদ্রিত নয়ন। ”
২।”কাব্যের ছন্দে বঙ্গবন্ধু ”
৩।”যদি ফিরে আস”(অপেক্ষায়)