আক্রান্ত
০
পাগল পাগল সবাই পাগল
পাগলের কি দেশ
পাগলরা যে সবাই মিলে
দেশ করেছে শেষ।
কেউতো হলো নারীর পাগল
কেউতো হল টাকার,
পাগল আছে বরিশালের
পাগল আছে ঢাকার।
পাগলরা আজ সবাই মিলে
খায় যে এখন গাঁজা,
কে করিবে বিচার তাদের
কেযে দেবেই সাজা।
পাগলরা যে কথা বলে
আজকে সকল কাজে,
পুরান পাগল পায় না ভাত
নতুন পাগল সাজে।