কবি মোসলেহ উদ্দিন ভাইয়ের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদনে মাকে নিয়ে আমার স্বরচিত কবিতা–
“” মাগো তুমি বেহেশতী সুবাস “”
মাগো তুমি বেহেশতী সুবাস অরূপ স্নেহের নাম,
৩১০ দিনের গর্ভ-ফুলে ভ্রূণ ফোটার সংগ্রাম।
সুখ কষ্টের মিশ্র-ছোঁয়ায় যত্নে দেহের জঠরে,
সুতীব্র ব্যথার তিক্ত ভুলে দিয়েছো জনম মোরে।
তৃষ্ণা মিটেছে অমৃত দুধে স্নেহ ভরা দুটি হাতে,
অামায় লালনে করোনি হেলা ঘুমহীন আঁখিপাতে।
কান্না শুনে হয়েছো কাতর বুকেতে ধরেছো চেপে,
নিমিষেই গেছে তন্দ্রা ছুটে প্রভাত দ্যূতির স্রোতে।
হাঁটি হাঁটি পায়ে মা মা বলে রেখেছি কোলেতে মাথা,
প্রথম কথা শিখেছি মাগো তোমার স্নেহের গাথা।
বুঝতে যবে একটু শিখেছি বায়নার নাই তো শেষ,
হোক যত দামী দিয়েছো মা তুমি খুশিতে অনিমেষ।
মনে পড়ে মাগো কিনতে মেলায় খেলনা জলের লঞ্চ,
এত খুশি মা অাসবে না কভুু পেলে মার্সিডিজ বেঞ্চ।
সর্ব শিক্ষায় করেছো দীক্ষা, ত্যাগে হৃদয়ের সাধ,
বিদ্যালয় হতে বিশ্ববিদ্যালয় তোমার আশীর্বাদ।
কতো ভুলভরা ছিল যে জীবন শুনিনি তোমার কথা,
তবু আদরে নিয়েছো বুকে ভুলেছো সকল ব্যথা।
না ফেরার দেশে চলে গেছ মাগো শূন্য করে ঠাঁই
এমন স্নেহের তরুছায়া মাগো– এ জগতে নাই।
সৃষ্টি সেরা মাগো তুমি জানি খোদার বেহেশতী চাবি,
এত ঋণ মা কিভাবে শোধবো?রেখো না কখনো দাবী।