সৈয়দ মুহিবুর রহমান মিছলু:সিলেটের বিশ্বনাথে মানবতা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্থানীয়দের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। উপজেলার রশিদপুর বাজারে সোমবার এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মইনুল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দয়াল উদ্দিন তালুকদার, জৈন উদ্দিন জয়। উপস্থিত ছিলেন সিনিয়র সদস্যমুহিব উদ্দিন সুজাত, লুৎফুর রহমান,জাহাঙ্গীর আলম,জাহেদ আহমেদ,ইকবাল হোসেন,শিব্বির আহমেদ,রেদুয়ান আহমেদ, জাকির আহমেদ, লিমন আহমেদ, রিমুল খান প্রমুখ।
দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় দেড় শতাধিক ব্যক্তির বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
আয়োজকরা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি করে থাকেন। ক্লাবের সদস্যরা যে কোনো সময় কারো প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকে।উল্লেখ্য-২০১৭ সাল থেকে দীর্ঘ ৩ বছরে প্রায় ১ হাজার ১০ ব্যাগ রক্ত সংগ্রহ করে ডোনেশন করেছে।