আক্রান্ত
২,০৩৭,৯৭৮
নিজস্ব প্রতিবেদক:আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত সোমবার সন্ধ্যায় নগরীর জনবহুল আম্বরখানাস্থ হুরায়রা ম্যানশনের সামনে নিরাপত্তা বেষ্টনী ব্যতিরেকে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে মারাত্মক আহত হন তিনি। সংকটাপন্ন অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে আজ ভোরে বিদায় জানান পৃথিবীকে।
আজ বাদ আছর নগরীর চৌকিদেখি জামে মসজিদে আবদুল বাসিত মোহাম্মদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।