আক্রান্ত
২,০৩৮,০১৪
এম রেজা টুনু সুনামগঞ্জ প্রতিনিধি:মহান বিজয় দিবসের দিনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসন্ন পশ্চিম বীরগাওঁ ইউনিয়নের ৮ নংওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মছরু মিয়ার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই ওয়ার্ডের টাইলা গ্রামের একাংশের ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি। পূর্ব টাইলার সৌদী আরব প্রবাসী হাজী মক্তসিন আলীর বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টাইলা গ্রামের প্রবীন মুরুব্বী সাবেক ইউপি সদস্য বাবু গোপেশ দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আরেক প্রবীন মুরুব্বী সুধীর চন্দ্র দাস,মো. রফাত উল্ল্যা,বসন্ত কৃুমার দাস,মো. সাইদুল ইসলাম,মাহিন মিয়া মো. আশারফ মিয়া ও ছাএলীগ ছোট কর্মী মো. তারেক আজিজসহ গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্হিত ছিলেন।