আক্রান্ত
২,০৩৮,০১৪
সৈয়দ মুহিবুর রহমান মিছলু::যে নামেতে আকাশ খুশি- সে নামে তে ভোর, যে নামেতে হাওয়া মাতাল ডাকতেই খুলে দোর। শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধুসভা আয়োজন করে একদিনের বই মেলা। মাঠ জুড়ে বইয়ের স্টল আর বই ক্রেতার ঘুরাঘুরির মধ্যদিয়ে উপভোগ করেন বই প্রেমীরা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল সাড়ে ৪টায় দলগত আবৃত্তি পরিবেশন নিয়ে মঞ্চ মাতান আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। বিমল করের কবিতায় ও অনুশ্রী চন্দ’র সঞ্চালনায় দলিয় আবৃত্তি পরিবেশন করেন পিউ, পূজা, হিমেল, গুলজার, যুবরাজ, শুচি, প্রভা,পূর্ণতা, ত্রয়ী, ত্রিপর্ণা, প্রিয়ান্তু ও অর্নব।
আবৃত্তি পরিবেশন শেষে প্রথম আলো বন্ধুসভার কতৃপক্ষরা মুক্তাক্ষরের পরিচালক বিমল কর এর হাতে সম্মাননা তুলে দেন। একদিনের বইমেলাটি সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলতে থাকে।