সৈয়দ মুহিবুর রহমান মিছলু::সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অফিসার ফোর্সদের সঠিকভাবে দায়িত্ব পালন, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় (৫ এপ্রিল) সোমবার তাদেরকে পুরষ্কৃত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।
পুরুষ্কার প্রাপ্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ফোর্সদের মধ্যে ০৪ জন টিআই, ০১ জন সার্জেন্ট, ০২ জন টিএসআই, ০৭ জন কনস্টেবল রয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আশিদুর রহমান, টিআই এডমিন আবু বকরসহ পুরষ্কার প্রাপ্ত অফিসার ফোর্সগণ। টিআই ৪ জন (মুহিবুর রহমান, দেলোয়ার হোসেন, সুশান্ত নারায়ণ দে, কামাল হোসেন, ( টিএসআই আকবর হোসেন, টিএসআই শাহিন, সার্জেন্ট নুরুল আফসার ভূইয়া) কনস্টেবল অমিয়, গাফফার, হাদিস, হাজ্জাজ, অভি, পরিমল, আবু তাহের।