নিজস্ব প্রতিনিধি:: যুক্তরাজ্য বিএনপির সহ সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদ চৌধুরীর পিতা হাজী আব্দুল ওয়াহিদ চৌধুরী গ্রামের বাড়ী সিলেটের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর ( বর্তমান ঠিকানা সিলেট উপশহর) সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে বাংলাদেশ সময় ৭ ঘটিকায় ইন্তেকাল করেন। তাঁর আনুমানিক বয়স হয়েছিল ৯০ বছর।
তাঁর ছেলে বাবুল আহমদ চৌধুরী নতুন আলোকে এই তথ্য জানান।
উনার প্রথম জানাজার নামাজ সিলেটের উপশহর ডি ব্লক জামে মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আছরের নামাজের পর আমাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আলহাজ্ব হাজী আব্দুল ওয়াহিদ চৌধুরী স্ত্রী, ছেলে মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের ছেলে উনার পিতার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।