সৈয়দ মুহিবুর রহমান মিছলু::সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলায় হযরত শাহজালাল তমজিদিয়া (রহ:) মাদ্রাসার বিভিন্ন শ্রেণীতে অধ্যায়নরত ০৪ জন শিশুকে গত ১৪ এপ্রিল তারিখ দিবাগত রাত অনুমান ০১.০০ ঘটিকা হতে বিভিন্ন তারিখ ও সময়ে উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল সৈয়দ দেলোয়ার হোসেন (৫৩) ধর্ষন করে আসছিল। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামে।
সে বর্তমানে হযরত শাহজালাল তামজিদিয়া (রহ:) মাদ্রাসা ও এতিমখানা, মোমিনখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট এর প্রিন্সিপাল।
জানা যায় রাত্রীবেলা মাদ্রাসার ছাত্ররা ঘুুমিয়ে পড়লে, ছাত্রদেরকে তার বেডে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতেন মর্মে ভিকটিমের আত্মীয় গত (২৩ মে) রাত অনুমান ০৭:২০ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ ফোন করে।
পরবর্তীতে অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমদের উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
ভিকটিমের অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২১, তাং-২৩/০৫/২০২১খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) তৎসহ ৩২৩ পেনাল কোড রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।