সৈয়দ মুহিবুর রহমান মিছলু:: এসএমপি’র শাহপরাণ (রহঃ) থানাধীন বালুচর থেকে ০৬ (ছয়) জুয়াড়ীকে ঝান্ডু মন্ডু জুয়া খেলার সামগ্রী সহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ মে) বিকাল অনুমান ৪:৩০ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার বি. এম আশরাফ উল্লাহ তাহের এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (রহঃ) থানাধীন উত্তর বালুচর আল ইসলাহ ছড়ার পারস্থ লন্ডন প্রবাসী হাজী আবুল বশর এর খালি জায়গার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জাহানার বেগম ওরফে ফুলেছা বেগম (৩৮), মোঃ সবুর (৬০), আনোয়ার হোসেন (২৮), মোঃ সাগর (২৫), মোঃ শফিক (৩৩), আবুল বশর (৫৫)। তাদের সকলের বাড়ি সুনামগঞ্জ জেলায়। এবং বর্তমানে তারা সবাই নগরীর বালুচর এলাকার বিভিন্ন কলোনিতে ভাড়ায় থাকেন।
গ্রেফতারকৃত ০৬ (ছয়) জুয়াড়ীর কাছ থেকে ঝান্ডু মন্ডু জুয়া খেলার সামগ্রী ও বিভিন্ন নোটের নগদ ১,২৬০/- (এক হাজার দুইশত ষাট) টাকা উদ্ধার করা হয়। এসময় তাদের সাথে থাকা অজ্ঞাতনামা আরো ৪/৫ জন জুয়াড়ী কৌশলে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উক্ত জুয়াড়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।