1. bnp786@gmail.com : editor :
  2. sylwebbd@gmail.com : mit :
  3. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  4. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  5. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  6. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুরে আ.লীগ নেতার পায়ের রগ কর্তন, গ্রেফতার ১

  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

এম রেজা টুনু সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়ার পায়ের রগ কাটার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।

মঙ্গলবার আনোয়ারপুর গ্রাম থেকে আল আমিন মুরাদ নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৭জুন) সন্ধায় উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারে আওয়ামী লীগ নেতা ও বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য বাবুল মিয়াকে একই এলাকার প্রতিপক্ষ ফয়সল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ডান পায়ের রগ কেটে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে পরিবারের লোকজন প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এখানে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করলে সেখানে থাকে ভর্তী করা হয়। গুরুতর আহত বাবুল মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের নবাব মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত।

মঙ্গলবার আনোয়ারপুর বাজারে গিয়ে দেখা যায়, এ ঘটনায় বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে এবং দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।

এ ঘটনায় ফাজিলপুর গ্রামের মর্তুজ আলী ওরপে রাজা হাসের ছেলে ফয়ছল মিয়া, আলমগীর (৪৭), কাসেম (৪০), রহমগীর (২৯), সেলিমগীর মিয়া (২৭), হোসেঙ্গীর মিয়া (৪৩) ও ফয়ছল মিয়া (৩৭) সহ ১১ জনের নাম উল্লেখ সহ আরও ৫/৭ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন বাবুল মিয়ার ভাগিনা দক্ষিণকুল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মানিক মিয়া।

স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধায় বাবুল মিয়া আনোয়ারপুর বাজার থেকে সবজি কিনে বাড়ি ফেরার পথে তালুকদার ফার্মেসীর সামনে আসা মাত্রই পূর্বপরিকল্পিতভাবে ভারতীয় ভুজাং সহ দেশীয় অস্ত্র দিয়ে ফয়সাল লোকজন বাবুল মিয়ার উপর অর্তকিত হামলা চালিয়ে পায়ের রগ ও বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত করে সিএনজি দিয়ে দ্রুত পালিয়া যায়। এসময় বাজারে আতংক চড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা দ্রুত বাজার ত্যাগ চলে যায়।

অপরদিকে দুই পক্ষের লোকজনের দেশীয় অস্ত্র নিয়ে বাজারের দুইপাশে অবস্থান নেয়। পরে সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ আনোয়ারপুর বাজারে এসে দুইপক্ষের লোকজনকে ছত্রভংগ করে দিয়ে বাজারের পরিস্থিতি শান্ত করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাহিরপুর থানায় একটি মামলা হয়েছে এবং এজাহার নামীয় এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আনোয়ারপুর বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ মে বাবুল ও ফয়সাল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে ফয়সাল মিয়াকে বাবুল মিয়ার লোকজন কুপিয়ে মারাত্মক রক্তাক্ত করেছিল। এ ঘটনায় উভয় পক্ষের একাধিক মামলা কোর্টে ও তাহিরপুর থানায় চলমান রয়েছে।

Comments are closed.

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD