আক্রান্ত
২,০৩৮,০১৪
সৈয়দ মুহিবুর রহমান মিছলু::ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিন (১৭ জুন) বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ মধুবন পয়েন্ট, শেখঘাট পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট ও ওভার ব্রীজের নিচে চেকপোস্ট পরিচালনা করে মোট ১৩৫টি মামলা ও ৯২টি গাড়ি আটক করেছে।
সিলেট এসএমপি ট্রাফিক বিভাগের QRT টিম বিভিন্ন স্থানে অভিযান ও চেকপোষ্ট পরিচালনা করে ৪৪টি মামলা ও ১২টি যানবাহন আটক করে। এছাড়া বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ ২৬টি মামলা ও ১৪ টি গাড়ি আটক করে।
এর মধ্যে সিএনজি ৯২টি, মোটরসাইকেল ৮৭ টি, প্রাইভেট কার ১১ টি ও অন্যান্য ১৬ টি আটক এবং সিএনজি ১৪, মোটরসাইকেল ৬৬, প্রাইভেট কার ০৩ , অন্যান্য ৩৫ টি সহ মোট ২০৬ টি মামলা ও ১১৮ টি গাড়ি আটক করা হয়।