সুজন তালুকদার ছাতক:: সুনামগঞ্জের ছাতকে অগ্নিকান্ডে ভস্মীভূত ৩ টি বসতঘর, এতে লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বড় পলিরগাঁও গ্রামের মখবুল আলী,সাদ্দেক আলী,রাজু মিয়া’র বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায় বিদ্যুৎ থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায় রাত ১১ টার দিকে হঠাৎ আগুন লেগে গেলে হুড়াহুড়ি করে ঘর থেকে বাহির হয়ে যাই। কিন্তু ঘরে থাকা ধান, চাল, গরু, হাস, মুরগ, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়, বই-খাতা, জমির দলিল, কাপড় চোপরসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যাওয়াতে কয়েক লক্ষাধীক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের।
ক্ষতিগ্রস্ত পরিবারের ডাকাডাকিতে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যার্থ হয়। গ্রামের যুবক গোলাম মোস্তফা রনি ছাতক ফায়ার সার্ভিস টিমকে ফোন দিলে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সরঞ্জামসহ ঘর গুলো পুড়ে চাই হয়ে যায়।