নিজস্ব প্রতিবেদক:: জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে ২৭ শে জুলাই ২০২১ইং সোমবার দিবাগত রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফজ্জুল মিয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিন লাকি ও আওলাদ হোসেন এর সঞ্চলনায় -এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয় ।
সভায় বক্তব্য রাখেন প্রফেসর ইকবাল হোসেন আনা,মাসুদ আহমদ, আকিকুর রহমান চৌধুরী জুবের,আবিদুল ইসলাম আরজু,খালেদ আহমেদ, হজরত খান, কবি নুরুল আলম, আবু সুফিয়ান, আবুল হাসনাত, রয়েল তালুকদার, শামীম আহমদ, রুবেল আহমেদ, শেখ রেদুয়ানুর রহমান, এমদাদুল হোসেন ও পাপন আহমেদ প্রমুখ।
এ সময়ে বিভিন্ন অসুবিধার কারণে যারা উপস্থিত থাকতে পারেন নি এবং একমত পোষণ করেছেন আশিকুল হক আশিক, শেখ মজিদ, সুফি মিয়া,জয়নাল কোরেশী, আসকর আলী, আনোয়র হুসেন, গোলাম মৌওলা চৌধুরী নিক্সন, আব্দুল কবির,দয়াল জুবের, হেভেন খান, খলকু মিয়া,আলাউর রহমান, আখতার হোসেন পরদেশী,আব্দুল অদুদ, সাজু আহমদ, মিনার উদ্দিন, বেলাল, কাশেম ও সেলিম খান সহ অনেকেই।
সভায় বাংলাদেশ এবং যুক্তরাজ্য থেকে সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে উঠে আসে সংগঠনের বর্ষপূর্তি ও ঈদ উপলক্ষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব। পরে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আগামী ৯ই আগষ্ট ২০২১ইং রোজ সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লিডস শহরে ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য সহ সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী দের উপস্থিতি হয়ে একে অন্যের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার আমন্ত্রণ জানানো যাচ্ছে ।