আক্রান্ত
২,০৩৭,৯৭৮
টাঙ্গাইল প্রতিনিধি::টাঙ্গাইলের ঘাটাইলে মই থেকে পড়ে রঙমিস্ত্রি কালু পাল (৫৫) নামে একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলার হামিদপুর সাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কালু পাল কালিহাতি উপজেলার উত্তর বেতডোবা পালপাড়া গ্রামের মহন পালের ছেলে। এলাকাবাসী জানান, রঙমিস্ত্রির কাজ করতেন কালু পাল। বিকালে ঘাটাইল উপজেলার হামিদপুর সাহাপাড়া চৌধুরী বাড়ির দুর্গা মন্দিরে মই দিয়ে রঙের কাজ করছিলেন, এ সময় সে ১০ ফুট উঁচু মই ভেঙে নিচে পড়ে আহত হয়।
তাৎক্ষণিকভাবে কালু পাল কে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।