আক্রান্ত
২,০৩৮,০১৪
সুজন তালুকদার ছাতক থেকেঃ
ছাতকে ২৫ বোতল মদসহ সিএনজি চালককে আটক করেছে পুলিশের একটি দল। রবিবার (১আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পুলের মুখ থেকে ২৫ বোতল অফিসার চয়েজ মদ ও একটি নাম্বার বিহীন সিএনজিসহ চালক সুজন দেবকে আটক করেছে পুলিশের একটি দল।
আটক সিএনজির চালক সুজন দেব বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠিলী পাড়া গ্রামের সুধীর দেবের পুত্র। ছাতক থানার এসআই মহিন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বোতল অফিসার চয়েজ মদ ও একটি সিএনজি গাড়িসহ সুজনকে আটক করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।