নিজস্ব প্রতিবেদক:: ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের ফেইসবুক গ্রুপ ইউকে-৯৩ এসএসসি ব্যাচ ও ইউরোপ-৯৩ ব্যাচের উদ্যোগে পুর্ব লন্ডনের একটি হলে বুধবার (৪ আগস্ট) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে ইংল্যান্ডে বসবাসরত এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধুরা তাদের সন্তান এবং পরিজনদের নিয়ে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।তুমুল বাহার ও আজিম উদ্দিনের এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের এডমিন প্যানেলের কামাল আহমেদ সিদ্দিকী এবং জাবিউল্লাহ্ তিলক। এছাড়া ইউরোপ-৯৩ বন্ধু তনয়ার পরিচালনায় শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয় ৷ অনুষ্ঠানে আগত বন্ধুদের সংগীত পরিবেশনা এ মিলন মেলায় ঈদের আবহ তৈরি হয়।
এছাড়াও ইউকে৯৩ ssc ব্যাচ ও ইউরোপ ৯৩ ব্যাচের বুলন আহমেদ, আব্দুল মান্নান ,নাসির উদ্দিন, তপু, তনয়া, তোফায়েল আহমেদ,মঈন কাদেরী,কয়েছ আহমেদ চৌধুরী ঠাকুর,সালেহ আহমেদ,ফয়জুর রহমান, আরিফ,সুয়েব,এ হোসাইন, ,আনিসুর রহমান,আসরাফুল হুদা ,সুহেল আহমদ,সুবহান আহমদ,জাবেদ কাদির,সাজিদুর রহমান,সাহেদ রাহমান,, নূর পারভীন, আজিজুর, হিরক, আশরাফ, আনিস, নীপা, লিপি, সুমি, ওবায়েদ, হাসান, সালেহ,আশরাফুল হুদা, শের আহমদ,তাহের বেগ সহ আরো অনেক বন্ধুরা ৷অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পাড়লেও বাংলাদেশের অন্যান্য ফেইসবুক ভিত্তিকগ্রুপের এ্যাডমিনরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন এবং অনুষ্ঠানে আগত সকলকে শুভেচ্ছা জানান। অন্যান্য গ্রুপের এ্যাডমিনদের মধ্যে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সিলেট বিভাগ আমরা ৯৩ থেকে কামরুজ্জামান, তুফায়েল আহমদ,জাহেদ ইসলাম,আরিফ উদ্দিন,ফয়ছল আহমদ (বাবলু) ইকবাল হুসেন ,আফতাব উদ্দিন.কবির কিবরিয়া ,সুহেল বক্র শফিকুলর রহমান,বিপুল দাশ, আব্দুল অয়াহিদ সাহেল ,এস এম জাহান ,সৈয়দ মুতাবিক আলী
‘প্রাণের ব্যাচ ৯৩’-এর অ্যাডমিন মিরাজ হোসাইন, ‘ফ্রেন্ডস ৯৩’-এর অ্যাডমিন লুনা খান, ‘ঢাকা ৯৩’-এর অ্যাডমিন মামুনুর রশীদ, ‘বন্ধন ৯৩’-এর অ্যাডমিন বাবু সামী, ‘এন্টারটেইনমেন্ট ৯৩’-এর অ্যাডমিন জাকির হোসেন জাকি এবং ‘আমরা ৯৩ সপ্তর্ষি’-এর এ্যাডমিন এনায়েত সজল প্রমুখ।
এছাড়াও ভার্চুয়ালি যোগ দেন ‘ইউরোপ-৯৩’ গ্রুপের আরেকজন অ্যাডমিন জিতেন খন্দকার। ইউরোপ-৯৩ গ্রুপের মডারেটর ইতালি থেকে মোজাম্মেল হক, জার্মানি থেকে মিলা আবেদীন এবং রাসেল ভিডিও বার্তার মাধ্যমে আগত অতিথিদের শুভেচ্ছা জানান ।সকলেই আগত অতিথি দের শুভেচ্ছা জানান এবং এই অনুষ্ঠানে বাংলাদেশের সমমনা গ্রুপের অ্যাডমিনদের সংপৃক্ত করার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশেও সকল গ্রুপের সমন্বয়ে এরকম অনুষ্ঠানের আয়োজন করার আশা ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে ইউরোপের অন্যন্য দেশে বসবাসরত ৯৩ ব্যাচের বন্ধুরা ফেইসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করেন।
উল্যেখ্য,ইউকে-৯৩ এসএসসি ব্যাচ এবং ইউরোপ-৯৩’সহ ১৯৯৩ এসএসসি ব্যাচের বাংলাদেশের অন্যান্য ফেইসবুক ভিত্তিক গ্রুপ করোনা মহামারিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে মানবিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে।