আক্রান্ত
২,০৩৮,০১৪
মানিকগঞ্জ প্রতিনিধি মো:সাইদুল ইসলামঃ সিংগাইরের অনেক গ্রামে এখন চলছে ধান রোপন এ সময়ে শ্রাবণ মাসে যেখানে জমিতে পানি থাকার কথা জেলেদের মাছ দরার কথা সেখানে এখন সেখানে হচ্ছে ধান রোপন এতে কৃষক খুশি হলেও মন খারাপ জেলে দের শ্রাবণ মাসে এ সময়ে যাদের ভরপুর মাছ দরার কথা কিন্তু এবার নেই সেই ব্যস্ততা, কারন এবার আসেনি পানি।
এ ব্যাপারে স্থানীয় জেলেদের সাথে কথা বলে জানা যায় তাদের অনেক টাকার মাছ দরার সামগ্রী কিনা হয় বর্ষার পানি আসার আগে, কিন্তু এবার নেই পানি তাই হচ্ছে না মাছ দরা, অনেক টাকার সামগ্রী বসে থাকবে ঘরে এতে বড় একটা লোকসান হয়েছে তাদের।
আর কৃষকের মুখে হাশি কারন আমন ধানের চাইতে রোয়া ধান বিগাই ১০ মণ ধান বেশি হয়।