জগন্নাথপুর প্রতিনিধি::পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওর ও ভাটি অঞ্চলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দরদ রয়েছে।সুনামগঞ্জের উন্নয়নে তিনি খুবই আন্তরিক।
উনার আন্তরিকতার কারনে আমার এলাকায় বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তাই তিনি হাওর ও ভাটি অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওর ও ভাটি অঞ্চলকে উন্নয়নের মূলস্রোতধারায় নিয়ে আসতে কাজ করছি। এসব উন্নয়নমুলক কাজ দেখে সুনানগঞ্জের একটি মহল নানা অপপ্রচার শুরু করেছেন। সুনামগঞ্জের উন্নয়নের বিরুদ্ধে তাদের এমন অপপ্রচারে জনগন বিরক্ত।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সরকার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি সফলতার সহিত মোকাবিলা করে যাচ্ছেন।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত দু:স্থ পরিবারের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।
এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ উপস্হিত ছিলেন।