ডেস্ক রিপোর্ট::আফগানিস্তানে তালেবান সেনারা একটির পর একটি শহরের দখল নিচ্ছে। গজনীর পর তারা হেরাট শহরটিও কব্জা করেছে বলে খবর। দুপুর পর্যন্ত আফগান সেনারা যুদ্ধ চালিয়েছিল। তারপরই হেরাট তালেবানদের দখলে চলে যায়। তালেবান পতাকায় মুড়ে ফেলা হয় শহরটিকে। এদিকে কাবুলে থাকা ভারতীয়রা দলে দলে দেশে ফিরছেন। প্রয়োজনে ভারতীয়দের আফগানিস্তান থেকে ফেরত আনার জন্যে বিশেষ বিমান পাঠানো হতে পারে। তালেবান যোদ্ধারা কদিনের মধ্যেই রাজধানী কাবুল অধিকারের জন্যে ঝাঁপিয়ে পড়বে বলে জানা গেছে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির হাতে কাবুল এবং দেশের মোটামুটি ৩৫ শতাংশ আছে। পাকিস্তান জানিয়েছে, আশরাফ গণি না সরলে তালেবানরা আলোচনায় বসবে না। ইতিমধ্যে খবর রটেছে যে আশরাফ গণি নাকি তালেবানদের কাছে যৌথ শাসনের প্রস্তাব পাঠিয়েছেন। সীমান্ত শহরগুলিতে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। জার্মানি জানিয়ে দিয়েছে আফগানিস্তানে তালেবানি শরিয়তি শাসন প্রতিষ্ঠা হলে তারা যাবতীয় অনুদান বন্ধ করে দেবে।
আমেরিকা তাদের সেনা প্রত্যাহার করে নেয়ার পরই তালেবানরা প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ে আফগানিস্তানের ওপর। আমেরিকা জানিয়েছে, এটা আফগানিস্তানকেই মোকাবিলা করতে হবে। তারা আর সেনা পাঠাবে না আফগানিস্তানে।