প্রবাল দেবনাথ:: আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন এবং বিনম্র শ্রদ্ধা জানানো উপলক্ষে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ, সিলেট জেলা শাখা কর্তৃক পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি নিপু দাস, সহ-সভাপতি রতন চন্দ্র রায়, সহ-সাধারন সম্পাদক রাজন মনি নাথ, সহ-সাধারণ সম্পাদক রাজন তালুকদার, সাংগঠনিক সম্পাদক টিটু রঞ্জন দাশ, সাংস্কৃতিক সম্পাদক কাজল চন্দ্র নাথ, ধর্ম বিষয়ক সম্পাদক অক্রুরমনি দেবনাথ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন চন্দ্র নাথ, কার্যকরী সদস্য হৃদয় রায়, তুষার চন্দ্র নাথ, শম্ভু চন্দ্র নাথ ও প্রমুখ।