টেনটু নিউইয়র্ক থেকে::১৭ ই আগস্ট মঙ্গলবার বাফেলো নিউ ইয়র্কের ” বিভার আইল্যান্ড স্টেট পার্কে মনোরম পরিবেশে জনাব মোঃ আনোয়ার হোসেনের ও মুন্সী মোঃসাজেদুর রহমান টেনটুর পরিচালনায় বনভোজন অনুষ্ঠিত হয়।
উক্ত বনভোজন অনুষ্ঠানটি বিভিন্ন পর্বে সম্পন্ন হয়। দুপুর ১২.০০ টার সময় প্রাইভেট কার যোগে প্রায় ১০০ এর অধিক সদস্যবৃন্দ ও অথিতি দুপুর ১২.০০ টাই বাফেলো নিউ ইয়র্কের বিভার আইল্যান্ড স্টেট পার্কে ” সমবেত হয়। অতঃপর সকাল ১২.৩০ টার সময় বার্ষিক বনভোজন উৎযাপন কমিটির আহ্বায়ক- জুয়েল চৌধুরী,প্রধান সমন্বয়কারী মোঃ কাশেম পাটোয়ারী সমন্বয়কারী বেলাল চৌধুরী,এম মজুমদার, মোঃ সুমন, মোঃ হাকিম, আলম, মোহাম্মদ হক সাহেব, এম ভট্টো, অভি, মোহাম্মদ জালাল উদ্দিন, মোঃ ফারুক হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ রিজভী আহমেদ,মোঃ মামুন, মোঃ গোলাম বাইস, মোঃ ওবাইদুলা,তাহমিদ।
বেলাল চৌধুরী পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়।
মহিলা প্রতিনিধি হিসাবে সাহায্য করেছেন- রিপা চৌধুরি,মিসেস কাশেম, ফারজানা চৌধুরী, শারমিন সুলতানা যুতি, মিসেস এম মজুমদার, মিসেস সুমন, মিসেস হাকিম, মিসেস আলম, মিসেস হক , মিসেস ভট্টো, মিসেস অভি, চাঁদনী, মিসেস কবির , মিসেস রিজভী আহমেদ, মিসেস মামুন, মিসেস গোলাম বাইস,মিসেস ওবাইদুলা।
দুপুর ১২.২৫ মিনিটে অতিথিদের মধ্যে তরমুজ কেটে পরিবেশন করেন মোঃ সুমন, মোঃ হাকিম, আলম, মোহাম্মদ হক সাহেব, এম ভট্টো, অভি,। অতঃপর দুপুর১২.৫০ মিনিটে শিশু, বালক-বালিকা ও পুরুষ-মহিলাদের জন্য বিভিন্ন ধরণের খেলাধুলা পরিচালনা করেন- জুয়েল চৌধুরী,প্রধান সমন্বয়কারী মোঃ কাশেম পাটোয়ারী সমন্বয়কারী বেলাল চৌধুরী,এম মজুমদার, মোঃ সুমন, মোঃ হাকিম, আলম, মোহাম্মদ হক সাহেব, এম ভট্টো, অভি, মোহাম্মদ জালাল উদ্দিন, মোঃ ফারুক হোসেন।
উক্ত খেলাধুলায় বিচারক মণ্ডলী হিসাবে উপস্থিত ছিলেন- মুন্সী মোঃসাজেদুর রহমান টেনটু জুয়েল চৌধুরী,মোঃ কাশেম পাটোয়ারী
সভাপতি আনোয়ার হোসেনের নির্দেশনায় খাবার পরিবেশনা করা হয়।
: বিকেল ৪.৪০টার সময় সমিতির কার্যপ্রণালী আগামীতে আরো সুন্দরভাবে গতিশীল থাকে এই মর্মে বাফেলো বাংলাদেশী কমিউনিটির ইউএসএ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সী মোঃসাজেদুর রহমান টেনটু জুয়েল চৌধুরী, মোঃ কাশেম পাটোয়ারী সমন্বয়কারী বেলাল চৌধুরী,এম মজুমদার, মোঃ সুমন, মোঃ হাকিম, আলম, মোহাম্মদ হক সাহেব, এম ভট্টো, অভি, মোহাম্মদ জালাল উদ্দিন, মোঃ ফারুক হোসেন,মোঃকবির হোসেন, মোঃ রিজভী আহমেদ,মোঃ মামুন, মোঃ গোলাম বাইস।
বিজয়ীদের মাঝে উপহার বিতরণে সুন্দরভাবে পরিচালনা করেন। বিকেল ৬.৩০ টার সময় সভাপতি মোঃ আনোয়ার হোসেন বনভোজনের সকল কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।