আক্রান্ত
০
ডেস্ক রিপোর্ট::করোনাভাইরাসে আক্রান্ত রিচার্ড ৫০ বছর বয়সী এক কেনিয়ার নাগরিক কক্সবাজার সদর হাসপাতালে মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি কেনিয়ার বাসিন্দা এবং ডেনিস রিফিউজি কাউন্সিল (ডিয়ারসি) কক্সবাজার অফিসের ম্যানেজার। রিচার্ড বৃহস্পতিবার রাতে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে ভর্তি হয়েছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মো. শাহীন আব্দুর রহমান চৌধুরী।
তিনি জানান, রিচার্ড করোনা আক্রান্ত হয়ে মারা যান। লাশটি হাসপাতালের মর্গে রয়েছে। এখনো তার বিস্তারিত পরিচয় হাতে আসেনি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তর করা হবে।