আক্রান্ত
০
চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে মো: রায়হান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর উপজেলার ইছাখালী ইউনিয়নের কালা ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে।
রায়হান উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ইদিলপুর প্রকাশ কাজী গ্রামের বেপারি বাড়ির মাঈন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে শিশুটি তার মায়ের সাথে বেড়াতে নানার বাড়িতে যায়। শুক্রবার দুপুরে তাকে দেখতে না পেয়ে সবাই অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা।