আক্রান্ত
২,০৩৭,৯৪৭
তারিখ:- ২১/০৮/২০২১
:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:
ওরে আমার পোষা পাখি
গেলি আমায় ছাড়ি,
তোরি লাগি প্রাণে সয় না
আয় না ফিরে বাড়ি।
কতই সাধের পাখি তুই যে
রেখে ছিলাম মনে,
নীল আকাশে উড়াল দিয়ে
চললি সুদূর বনে।
এখন আমি কি যে করি
পাই না ভেবে কিছু,
মনের দুঃখে ঘুরে বেড়াই
তোরি পিছু পিছু।
স্বাধীনভাবে উড়ে এখন
ভুলে গেলি মোরে,
খাবার নিয়ে দাঁড়িয়ে যে
আছি রাস্তার মোড়ে।
আয় না ফিরে পোষা পাখি
সোনার খাঁচা দেবো,
সাধ জেগেছে মনে আমার
তোরে ঘাড়ে নেবো।
:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-: