আক্রান্ত
২,০৩৮,০১৪
ডেস্ক রিপোর্ট::কক্সবাজার চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে তলিয়ে গিয়ে এক মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এই মাদ্রাসার ছাত্রের নাম ওমর ফারুক (১৩) বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ওই ছাত্রকে অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দিলে ,তারা এসে তাদের ডুবুরির দল নদীতে তিনঘন্টা উদ্ধার কাজ চালিয়েছে। এর পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার ২৩ আগষ্ট ২০২১ইং সকাল সাড়ে ৯ টার দিকে মাতামুহুরী নদীর চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডস্থ উত্তর মাথা নতুন বাজার পয়েন্টে এলাকায় এ নিঁখোজ হওয়ার এ ঘটনা ঘটে।
নদীতে নিখোঁজ মাদ্রাসার শিক্ষার্থী ওমর ফারুক ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
নিখোঁজের বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম।