ডেস্ক রিপোর্ট:: রাজধানীর মিরপুর মাজার রোডে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে গতকাল শুক্রবার রাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো মিরপুর কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র আফরাজ আহমেদ ওরফে ইমন (২০), সোহানুর রহমান ওরফে সোহান (২০) এবং মিরপুরের লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ রিয়ান (১৯)।
পুলিশ কাছ থেকে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত মাজার রোড বসুপাড়া স্পট গলিতে আফরাজ, সোহানুর ও রিয়ানের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাতের ফলে আফরাজের বাঁ হাত , গলা এবং রিয়ান ও সোহানুর রহমানের পিঠে আঘাত লাগে। আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত তিনজন মিরপুরের লালকুঠির বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন আফরাজ জানান, তারা তিন বন্ধু একটি মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় তারা দেখতে পায় এলাকার কিছু চিহ্নিত গ্যাংয়ের ১০ থেকে ১২ জন প্রতিপক্ষের কয়েক জনকে লাঠিপেটা করছিল। তখন তারা মোটরসাইকেল থামিয়ে জানতে চায় কী হয়েছে? কেন মারধর করা হচ্ছে। এ কথা শেষ না হতেই কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরি নিয়ে তাদের ওপর চড়াও হয়।
যোগাযোগ করা হলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ তিন ছাত্রের ওপর ওই হামলা চালিয়েছে।