সিলেটের বিশ্বনাথ পৌর শহরে ৪২ পিচ ইয়াবা সহ বহুল আলোচিত চিহিৃত মাদক সম্রাজ্ঞী ছমিরুন বেগম উরফে ছরি (৪০) ও তার সহযোগী সুমন মিয়াকে (২৭)’গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। শুক্রবার ২৭ আগস্ট সন্ধ্যায় বিশ্বনাথ পৌর এলাকার দুর্যাকাপন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ইতিপূর্বে আরো কয়েক বার মাদকসহ ছরিকে গ্রেফতার করেছিল বিশ্বনাথ পুলিশ।
গ্রেফতারকৃত ছমিরুন বেগম উরফে ছরি বিশ্বনাথ পৌর এলাকার দুর্যাকাপন গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী আবুল বাশার তুহিনের স্ত্রী এবং সুমন মিয়া বিশ্বনাথ পুরাণ বাজারের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাবুল মিয়ার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ছমিরুন বেগম উরফে ছরি ও সুমন মিয়াকে ইয়াবাসহ গ্রেফতার করে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।