1. bnp786@gmail.com : editor :
  2. sylwebbd@gmail.com : mit :
  3. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  4. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  5. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  6. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ অপরাহ্ন

চন্দনাইশে আওয়ামী লীগের দুগ্রুপের গোলাগুলি, সড়ক অবরোধ

  • আপডেটের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট::চন্দনাইশে আওয়ামী লীগের দুগ্রুফের ইটপাটকেল নিক্ষেপ এবং গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বাগিচারহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, কিছুদিন আগে চন্দনাইশে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই বিরোধ সৃষ্টি হয়। দুপক্ষের বিরোধের জেরে জাতীয় শোক দিবস ও একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজনের সভায় হামলার ঘটনা ঘটে।নেতা-কর্মীরা জানান, চন্দনাইশ হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরপরই গুলি ছোড়া হয়। এরপর সভার মঞ্চ ঘিরে একদল যুবক ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন মঞ্চে থাকা লোকজনও ইটপাটকেল ছুড়তে থাকে।

দুপক্ষ পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় একটি কমিউনিটি সেন্টারেও ভাঙচুর হয়।ঘটনার পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।সড়কে টায়ার জেলে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এতে ব্যস্ততম এ সড়কে যানজটের সৃষ্টি হয়। সড়কের দুদিকে প্রায় এক কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘আমি বক্তব্য দেওয়ার পর অতর্কিতভাবে সভাস্থলের বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি বর্ষণ হয়েছে।’ কারা জড়িত জানতে চাইলে তিনি বলেন, সন্ত্রাসী, ডাকাতেরাই এসব করে। দলীয় নেতা-কর্মী হলে কেউ এসব করতে পারে না।

 

হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম হামলার ঘটনার জন্য চন্দনাইশ পৌরসভা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি আবু তৈয়বের অনুসারীদের দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করে আবু তৈয়ব বলেন, ঘটনার সময় তিনি চট্টগ্রাম শহরে ছিলেন। তিনি কিংবা তাঁর অনুসারীরা ঘটনার সঙ্গে জড়িত নন।

ঘটনায় সময় দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও তাঁদের কেউ সরকারি হাসপাতালে চিকিৎসা নেননি। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

 

@

Comments are closed.

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD