মো:সাইদুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি :খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামবাংলার প্রাচীন খেলা হা-ডু-ডু একটি নির্মল আনন্দদায়ক খেলা। হা-ডু-ডু বা কাবাডি গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় খেলা। বর্তমানে এ খেলা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হয়। তবে ঐতিহ্যবাহী এ খেলাটি এখন গ্রামবাংলা থেকে হারিয়ে যেতে বসেছে। রূপ নিয়েছে কেবল আনুষ্ঠানিকতায়। ঐতিহ্য ধরে রাখতে সিংগাইরের চাপরাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলার আয়োজন করেছে এলাকাবাসী।
আর এই হা ডু ডু খেলায় অংশ গ্রহন করেছে চাপরাইল বনাম আঠালিয়া টিম। হারিয়ে যাওয়া হা ডু ডু খেলা দেখার জন্য মানুষের মধ্য উৎসাহ ছিল অনেক। খেলা দেখতে এসেছে আসে পাশের অনেক গ্রামের মানুষ।
অনেক বিনোদন আর আনন্দ মাতিয়ে মানুষের মন ভরিয়ে শেষ হয় হাডুডু খেলা, খেলায় বিজয় হয় চাপরাইল কিন্তু আনন্দ সবার মনে দেখার মত ছিল।