ছাতক প্রতিনিধি::দেশজুড়ে সুপরিচিত বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের অনতম শাখা ছাতক বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা কথায় নয় কাজে বিশ্বাসী।
পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে সারা বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। বাংলাদেশকে পরিচ্ছন্ন একটি দেশ হিসেবে গড়ে তোলা হচ্ছে তাদের লক্ষ উদ্দেশ্য আর সেই সংগঠনে কাজ করছেন বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী সহ সচেতন যুবক যুবতী।
সারাদেশ জুরে উদ্যোগী তরুণদের কথায় নয় কাজে প্রশংসিত হচ্ছে বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি। আর সেই সংগঠনের সাথে জরিত বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরাও তাদের অক্লান্ত পরিশ্রমে ছাতক থানা পৌরসভাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয় সেটাও প্রশংসার দাবীদার।
কর্মসূচির ধারাবাহিকতায় ৩সেপ্টেম্বর ছাতক থানার আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শেষে থানা প্রাঙ্গনে নিজেদের মধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে দাড়িয়ে শেয়ারিং সভায় সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী করোনা কালীয় সময়ে স্বেচ্ছাসেবক বিডি ক্লিন ছাতক শাখার সম্বনয়ক সামিনা আফরিন বলেন দেশ পরিচ্ছন্ন করতে কারো একাপক্ষে সম্ভব নয় সকলস্থরের মানুষ নিজ নিজ পরিবার থেকে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান চালিয়ে গেলে দেশ হবে পরিচ্ছন্ন সুন্দর হবে পরিবেশ আর সেই পরিবেশ টেকসই নিশ্চিত করতে
বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠন থাকবে জনতার পাশে। সংগঠনের দায়ীত্বশীল কর্মীদের উদ্যেশ্য বলেন আমরা অংহকারীদের দলে নয় একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে
নিজেকে প্রতিষ্ঠিত ও সমাজকে ভালো কিছু উপহার দিতে আমাদের কাজ করা।
এসময় উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক আমির আলী, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ১৯০৪ তম উজ্জীবক ৮ তম গণগবেশক দৈনিক আলোকিত সকাল পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি উজ্জীবক সুজন তালুকদার, বিডি ক্লিন ছাতক শাখার দায়ীত্বশীল কর্মি রতন দেবনাথ,আবুহুরায়রা রাব্বি (লজিস্টিক সমন্বয়ক), নয়ন দাস(আইটি সমন্বয়ক),রোমান আহমেদ, রাতুল হাসান
,রাহুল আহমেদ আশিকুর রহমান, সানজানা আক্তার,সোহান আহমেদ, শুভ আহমেদ,ফারিহা তাসনিম তিয়ানা,
শাহরিনা আক্তার, মীর রিফতি,
সালমান আলী খান, রবিন আহমেদ, আফজাল হোসেন, ইমরাম হাসান, পারভেজ আহমেদ, রাজিব আহমেদ, নোমান আহমেদ, ইভা বেগম,
রাজনা বেগম, জামরুল ইসলাম রেজা,নাজমিন বেগম,মারুফ আহমেদ,এমরান হাসান, আজহার আহমেদ প্রমুখ।