আক্রান্ত
২,০৩৮,০১৪
ডেস্ক রিপোর্ট::সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মহাসড়কের মুলিবাড়ি এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবুল কালাম (২৯)। তিনি স্থানীয় সয়দাবাদ গ্রামের কলেজ পাড়া এলাকার হামিদ জোয়াদ্দারের ছেলে। কালাম পেশায় একজন এনজিও কর্মী ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী বলেন, আবুল কালাম মোটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনা স্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হয়।