আক্রান্ত
০
ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক উপজেলার জালালপুর পয়েন্ট এলাকা থেকে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের ৩ সদস্য কে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩৩ কেজি ওজনের গাঁজা।
গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমার বরইকান্দির আতিকুর রহমান আতিক (৪৭) ও সুমন আহমদ (২৫) এবং গোলাপগঞ্জের রফিপুর দক্ষিণ মাইজবাগের আলিম উদ্দিন (৩৬)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান আজ শনিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে র্যাব। এসময় একটি মাইক্রোবাস যোগে গাঁজা নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের তিন সদস্য কে আটক করা হয়।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।