ডেস্ক রিপোর্ট::সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ সিলেট সফরে এসে বলেন ‘সিলেটের মানুষ যেভাবে আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছেন তাতে আমি ভীষণ আবেগাপ্লুত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ সিলেটের মানুষের খুবই প্রিয় ছিলেন, আমি ও যেন তার পথ অনুসরণ করে চলতে পারি।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে বিদিশা সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
বিদিশা বলেন, ‘দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই তার এই সফর। আপনারা জানেন, জাতীয় পার্টির অবস্থা এখন ভালো নেই। যেখানে এরশাদের লাঙ্গল মার্কা সিলেটের অধিকাংশ আসনে জয়লাভ করত। আজ সেখানেই জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক সিলেট-৩ আসনে জামানত হারান বড়ই অনুতাপের বিষয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদিশা বলেন, ‘আমাকে ঘিরে কোনো উপদল সৃষ্টি হবে না। এরশাদের ছেলে এরিকের ঘোষণা অনুযায়ী আমি মূল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।’
সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন পথে নতুন লক্ষ্যে যাত্রা শুরু করছেন হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এটা তার দলীয় সাংগঠনিক সফর হিসেবে বলা হলেও মূলত তার এই সফর আগামী নির্বাচন কেন্দ্রিক হতে পারে এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিদিশা শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে দুপুর ১টার দিকে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন। পরে সেখানে যোহরের নামাজ আদায় ও কোরআন শরিফ পাঠ করার পর মাজারে শিরণি বিতরণ করেন। এরপর দরগাহ গেইটস্থ একটি হোটেলে বিশ্রাম করেন এবং হোটেলে অবস্থানকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতিবিনিময় করেন।
শনিবার রাত ৮টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বিদিশা।
সিলেট সফরে বিদিশার সঙ্গে রয়েছেন এরিক এরশাদ ঘোষিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদসহ কয়েজন কেন্দ্রীয় নেতা।