প্রেস বিজ্ঞপ্তি:: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা,তিন বারের সাবেক সংসদ সদস্য সাবেক হুইপ,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব এডভোকেট ফজলুল হক আসপিয়া সাহেব কিছুক্ষণ আগে ঢাকার একটি হসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।
সাবেক হুইপ ” ফজলুল হক আছপিয়া সাহেবের মরদেহ অদ্য রাতে ঢাকা হতে রওয়ানা হয়ে ভোর বেলা সুনামগঞ্জ ষোলঘর তাহার নিজ বাসভবনে পৌছাবে। সকাল ১১ টায় সুনামগঞ্জ পৌর চত্বরে সর্বস্তরের জন-সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে বেলা ২ টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে (বালুর মাঠে ) প্রথম জানাযা অনুষ্ঠিত হবে।
অতঃপর – সিলেট শাহা জালাল রঃ দরগায় বাদ মাগরিব ২য় জানাযা অনুষ্ঠিত হবে। এবং দরগাহ প্রাঙ্গনে উনাকে সমাহিত করা হবে।
জামাল উদ্দিন বাকের
দপ্তর সম্পাদক
সুনামগঞ্জ জেলা বিএনপি