আক্রান্ত
০
ডেস্ক রিপোর্ট:: বলিউডের জনপ্রিয় ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান নতুন সিনেমা ‘টাইগার থ্রি’র শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাশিয়ায় শুটিং শেষে বর্তমানে তিনি ইউনিট নিয়ে অবস্থান করছেন তুরস্কে। দেশটির রাজধানী ইস্তাম্বুল শহরে ক্যাটরিনা কাইফকে নিয়ে শুটিং করছেন তিনি। সেখানকার শুটিং পর্বও শেষ। ফেরার আগে তুরস্কে শুটিংয়ের শেষদিন একেবারে পার্টি মুডে ধরা দিলেন সালমান।
তবে সে দেশের কোনো তারকার সঙ্গে নয়, তুরস্কে ভক্তদের সঙ্গে পার্টি করলেন বলিউড সুপারস্টার। নেচে গেয়ে তাদের বেশ আনন্দ দিয়েছেন। তারই এক ভক্ত সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাতে দেখা গেছে ভক্তদের সঙ্গে তার অন্যতম জনপ্রিয় ‘জিনেকে হ্যায় চারদিন’ গানে নাচছেন সালমান। তবে এ পার্টিতে দেখা মেলেনি ক্যাটরিনার।