ডেস্ক রিপোর্ট:: জামালপুরের একটি আবাসিক মাদ্রাসা থেকে তিন দিন আগে নিখোঁজ হওয়া ৩ ছাত্রীকে রাজধানীর মুগদা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে।
জামালপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে জামালপুরের ইসলামপুর রেলস্টেশনে গিয়ে ট্রেনে চড়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আসে। পরে তারা একটি রিকশা ভাড়া নেয় । কিন্তু কোথায় যাবে তারা বলতে পারছিল না। পরে ওই রিকশাচালক তাদের মুগদায় নিজ বাসায় নিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই রিকশা চালকের বাড়ি থেকে ৩ ছাত্রীকে উদ্ধার করে।
মোবাইল ফোনে রিকশাচালক মো. রাজা মিয়া জানান সোমবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ওই ৩ ছাত্রী তাঁর রিকশাটি ভাড়া নেয়। কিন্তু কোথায় যাবে, তারা বলতে পারছিল না। পরে তারা জানায়, তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। ফলে ছাত্রীদের তাঁর বাসায় নিয়ে যান। গত তিন ধরে তারা তাঁর বাড়িতেই ছিল।
জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বৃহস্পতিবারে জানান, ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে, ইসলামপুর থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে যায়। কিন্তু স্টেশনে নেমে কোথায় যাবে তা তারা বলতে পারছিল না। এই অবস্থায় একটি রিকশা ভাড়া করে। তখন রিকশাচালক তাদের কাছ থেকে সব শুনে বাড়িতে নিয়ে রাখে। ৩ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের নিয়ে রাতেই জামালপুরের উদ্দেশে রওনা দেওয়া হবে।
তবে কেন ওই ৩ ছাত্রী ঢাকায় পালিয়ে যায় তা নিশ্চিতভাবে বলতে পারেননি পুলিশের ওই কর্মকর্তা। তিনি বলেছেন, সংবাদ সম্মেলন করে ওই ঘটনার বিস্তারিত জানানো হবে।
গত রোববার রাতে ওই ৩ ছাত্রী মাদ্রাসার অন্য আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে সব শিক্ষার্থীকে জাগিয়ে দেওয়া হয়। অন্যদের মতো ওই তিন শিক্ষার্থীও নামাজ আদায়ের প্রস্তুতি নেয়। তখন থেকে নিখোঁজ তারা। পরে তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়।